ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৭: ৪৪

ঈশ্বরদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে পৌর শহরের লোকোসেড রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সেলিম বসাক পৌর শহরের পূর্বটেংরি কদমতলা মহল্লার বাসিন্দা মো. রমজান বসাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে সেলিম বসাক লোকোসেড এলাকার রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন আসছিল। চালক একাধিকবার হর্ন বাজালেও তিনি লাইন থেকে সরে যাননি। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ডান হাত ও পা বিচ্ছিন্ন হয় তার। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনেরা জানান, সকালে বাড়ি থেকে বের হলেও সেলিম বসাক কোথায় যাচ্ছিলেন তা তারা জানতেন না। দুপুরে দুর্ঘটনার খবর পান। তাদের ধারণা, কানে ভালোভাবে না শোনার কারণে তিনি ট্রেন আসছে টের পাননি।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত