আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রচারে প্লাস্টিকের দাঁড়িপাল্লা, জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নেটিশ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

প্রচারে প্লাস্টিকের দাঁড়িপাল্লা, জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নেটিশ

চাঁপাইনবাবগঞ্জ- ১ (শিবগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী ড. কেরামত আলীসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার রাতে এ তথ্য জানান অভিযোগকারী শিবগঞ্জ উপজেলা বিএনপির প্রধান নির্বাচনি এজেন্ট তোসিকুল আলম।

বিজ্ঞাপন

এরআগে মঙ্গলবার সংশ্লিষ্ট আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদ এ নোটিশ দেন।

নোটিশপ্রাপ্তরা হলেন, চাঁপাইবাবগঞ্জ- ১ (শিবগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা নায়েবে আমির গোলাম আজম।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নির্বাচনি আচরণবিধি তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের ডিভাইডারে প্লাস্টিক ও অপচনশীল দ্রব্য দিয়ে তৈরি দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিকৃতি স্থাপন করেছেন এবং তাতে আলোকসজ্জা করেছেন। পরবর্তীতে নির্বাচনী অনুসন্ধান কমিটি সরেজমিনে তদন্ত পরিচালনা করে অভিযোগের সত্যতা পায়। বিষয়টিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

বিচারিক কমিটির নোটিশে আরও বলা হয়েছে, বিধি ভঙ্গের দায়ে কেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে এই নোটিশ জারি করে কমিটিকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শিবগঞ্জ উপজেলা বিএনপির প্রধান নির্বাচনি এজেন্ট তোসিকুল আলমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...