চাটমোহরে আ.লীগ নেতার বিরুদ্ধে প্রকৌশলীকে মারধরের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৮: ৫৭
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৮: ৫৭

পাবনার চাটমোহর পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ শিডিউল মতো না হবার প্রতিবাদ করায় প্রকল্প ইঞ্জিনিয়ারকে মারপিটের অভিযোগ উঠেছে ঠিকাদার আ.লীগ নেতা ও তার সহযোগীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে। চাটমোহর পৌর সদরের পুরাতন বাজার কুয়েত প্রকল্পের নির্মাণাধীন ভবনের পাশে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুয়েত প্রকল্পের আওতায় চাটমোহর পুরাতন বাজারে একটি বহুতল ভবন নির্মাণকাজ শুরু হয় সাবেক পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর সময়। দীর্ঘদিন কাজটি অদৃশ্য কারণে বন্ধ থাকার পরে পুনরায় কাজ শুরু হলে প্রকল্প এলাকা পরিদর্শন করতে আসেন কুয়েত প্রকল্প মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম। এ সময় চাটমোহর পৌরসভার ইঞ্জিনিয়ার মো. রাফিউল বারিসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রকল্প ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবন নির্মাণের কাজ হচ্ছে।

ভবন নির্মাণে ব্যবহৃত বালির মান নিয়ে আপত্তি জানান তিনি। বালিগুলো উত্তোলন করে ভালো মানের বালি ব্যবহারের নির্দেশ দেন প্রকল্প ইঞ্জিনিয়ার। এতে কথা কাটাকাটি শুরু হয় ঠিকাদারি প্রতিষ্ঠান শাফায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আ.লীগ নেতা মো. সিরাজুল ইসলাম ও তার সহযোগী রুবেলের সাথে। একপর্যায়ে সিরাজ ও রুবেল প্রকল্প ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত (মারিপট)করতে থাকলে পৌরসভার ইঞ্জিনিয়ারসহ অন্যরা এগিয়ে আসেন। এ সময় তাদেরও শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়। সিরাজুল ও রুবেল তখন সরকারি কাজে বাধা দেন।

পরে ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাটমোহর থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম জানান, নির্মাণ সামগ্রী নিয়ে আমার সহযোগী রুবেলের সাথে ইঞ্জিনিয়ারের কথা কাটাকাটি হয়েছে। তবে তিনি মারপিটের বিষয়টি তিনি অস্বীকার করেন।

বিষয়টি নিয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর পৌরসভার প্রশাসক মুসা নাসের চৌধুরী বলেন, বিষয়টি আমাকে লিখিতভাবে অভিযোগ আকারে জানানো হয়েছে। আমি বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার দাস জানান, উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে রাত ১০টার দিকে সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত