রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের তিনজন সংসদ সদস্য প্রার্থীকে আদালতে তলব করা হয়েছে। বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তলবপ্রাপ্ত প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল, আরেক স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা ব্যারিস্টার রেজাউল করিম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান।
রাজশাহী-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে সিনিয়র সিভিল জজ মো. মামুন রোববার ও সোমবার পৃথকভাবে তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নোটিশে প্রার্থীদের সশরীরে আদালতে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সরেজমিন পরিদর্শনে দেখতে পেয়েছে যে, উল্লিখিত প্রার্থীরা নির্বাচনি প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটিয়েছেন। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে বিধি মোতাবেক কমিটি নিজ উদ্যোগে অনুসন্ধান শুরু করেছে।
আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচনি এলাকায় কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সরকারি কিংবা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা এবং কোনো যানবাহনে পোস্টার, লিফলেট বা ফেস্টুন সাঁটানো নিষিদ্ধ।
এ অবস্থায় অভিযোগটি নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে বিবেচিত হওয়ায়, কেন সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন পাঠানো এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না—তা আদালতে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

