উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ
২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এসব সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
এ সময় তিনি বলেন, আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক উন্নতি ঘটছে, অন্যদিকে স্থানীয় বাজারেও সবজির সরবরাহ বাড়ছে। এ প্রণোদনা আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়াতে সহায়তা করবে।
এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া। প্রণোদনা হাতে পেয়ে কৃষক নুরুল ইসলাম বলেন, প্রতিবার আমাদের বীজ ও সার কিনতে অনেক টাকা খরচ হয়। এবার সরকার থেকে বিনামূল্যে সহায়তা পাওয়ায় সেই খরচ বেঁচে গেলো। আগাম লাউ চাষের প্রস্তুতি নিচ্ছি। যদি সময়মতো বাজারে তুলতে পারি, ভালো দাম পাবো।
কৃষক নজরুল ইসলাম বলেন, আগে সবজি চাষে লোকসান হতো, কারণ সার ও বীজের দাম অনেক বেড়ে গেছে। এবার এই প্রণোদনা পেয়ে আমরা নতুন করে আশাবাদী হয়েছি। আগাম শসা লাগানোর কাজ শুরু করেছি। সময় মতো ফসল তুলতে পারলে পরিবারে সচ্ছলতা ফিরবে।
প্রণোদনা হাতে পেয়ে কৃষকরা জানান, সরকারি এই সহায়তা পেয়ে তারা আগাম সবজি চাষে উৎসাহিত হয়েছেন। সময়মতো বাজারে সবজি উঠাতে পারলে দাম পাবেন বলে আশা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া জানান, শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বসতবাড়িতে চাষযোগ্য ৪০০ কৃষককে ৭ ধরনের ১ প্যাকেজে সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৭০০ কৃষককে সার ও বীজ দেয়া হয়। এর মধ্যে ১৪৫ কৃষককে লাউ, ১৮০ জনকে মিষ্টিকুমড়া, ১৯০ জনকে বেগুন ও ১৮৫ জনকে শসার বীজ দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এসব সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
এ সময় তিনি বলেন, আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক উন্নতি ঘটছে, অন্যদিকে স্থানীয় বাজারেও সবজির সরবরাহ বাড়ছে। এ প্রণোদনা আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়াতে সহায়তা করবে।
এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া। প্রণোদনা হাতে পেয়ে কৃষক নুরুল ইসলাম বলেন, প্রতিবার আমাদের বীজ ও সার কিনতে অনেক টাকা খরচ হয়। এবার সরকার থেকে বিনামূল্যে সহায়তা পাওয়ায় সেই খরচ বেঁচে গেলো। আগাম লাউ চাষের প্রস্তুতি নিচ্ছি। যদি সময়মতো বাজারে তুলতে পারি, ভালো দাম পাবো।
কৃষক নজরুল ইসলাম বলেন, আগে সবজি চাষে লোকসান হতো, কারণ সার ও বীজের দাম অনেক বেড়ে গেছে। এবার এই প্রণোদনা পেয়ে আমরা নতুন করে আশাবাদী হয়েছি। আগাম শসা লাগানোর কাজ শুরু করেছি। সময় মতো ফসল তুলতে পারলে পরিবারে সচ্ছলতা ফিরবে।
প্রণোদনা হাতে পেয়ে কৃষকরা জানান, সরকারি এই সহায়তা পেয়ে তারা আগাম সবজি চাষে উৎসাহিত হয়েছেন। সময়মতো বাজারে সবজি উঠাতে পারলে দাম পাবেন বলে আশা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া জানান, শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বসতবাড়িতে চাষযোগ্য ৪০০ কৃষককে ৭ ধরনের ১ প্যাকেজে সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৭০০ কৃষককে সার ও বীজ দেয়া হয়। এর মধ্যে ১৪৫ কৃষককে লাউ, ১৮০ জনকে মিষ্টিকুমড়া, ১৯০ জনকে বেগুন ও ১৮৫ জনকে শসার বীজ দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে