ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন মা

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১: ৩৯
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৩: ১৩

পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী মজিদ আলীর গরু চুরির বিষয়ে আয়েশা বেগমের ছেলে আব্দুস সালাম ও পিন্টু এলাকার কয়েকজনের নাম উল্লেখ করেন। এ নিয়ে শুক্রবার রাতে সালাম ও পিন্টুর সঙ্গে সুমন আলী প্রামাণিক, ইয়াকুব আলী, আব্দুল বারেক, চাঁদ আলী ও জাব্বারুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে সালামকে রক্ষা করতে এগিয়ে যান তার মা আয়েশা বেগম।

এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত