আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নির্বাচনি অফিসে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউসুফ আলী বলেন, “জামতৈল গ্রামের এই নির্বাচনি অফিসে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চলছিল। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অফিসের তিন পাশের বেড়া ও ভেতরের আসবাবপত্রে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, “জামতৈল গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়া নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।”

তিনি আরও জানান, উপজেলার সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে যেন কেউ কোনোভাবেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করে। ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হবে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন