সিরাজগঞ্জের রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম কাজিম উদ্দিন (৪৭)। তিনি মৃত সামান আলী শেখের ছেলে। তার বাড়ি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে নিজ গোয়ালঘরে থাকা রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কাজিম উদ্দিন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

