জুলাই অভ্যুত্থানে সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসার ছাত্র হাফেজ সিয়াম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম ভুইয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারী) দুপুরে এনায়েতপুর থানার গোপনাথপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গোপিনাথপুর গ্রামের পল্লিচিকিৎসক রফিকুল ইসলাম ভুইয়ার বড় ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রাশেদুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার সামনে হাফেজ সিয়াম নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়। এ ঘটনায় একই বছরের ২১ আগস্ট এনায়েতপুর থানার সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আওয়ামী লীগ নেতা রাশেদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

