বাগমারার বারনই নদীর পাড় এখন ডাম্পিং স্টেশন

রাশেদুল হক ফিরোজ, বাগমারা (রাজশাহী)
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯: ৪৩

রাজশাহীর বাগমারা উপজেলার বারনই নদীর পাড় এখন ডাম্পিং স্টেশন। রাজশাহীর ঐতিহ্যবাহী হাটগুলোর মধ্যে তাহেরপুর হাট অন্যতম। তাহেরপুর হাট ঘেঁষে বয়ে চলা বারনই নদীর পাড়ে ওই হাটের ময়লা-আবর্জনা ফেলার কারণে একদিকে ভরাট হচ্ছে নদী অপরদিকে নদীর পানি হচ্ছে দূষিত। এতে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা নদী পথে পেঁয়াজ, পাট, মরিচ, পানসহ নানা কৃষি পণ্য কেনার জন্য তাহেরপুর হাটে আসেন। রাজধানী ঢাকাসহ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ নানা জেলার ব্যবসায়ীরা এখানে আসেন বিভিন্ন কাঁচামাল কিনতে। ওইসব পণ্য কেনাবেচায় তাহেরপুরে গড়ে ওঠেছে বৃহৎ কয়েকটি আড়ত।

বিজ্ঞাপন

কৃষকরা হাটে এনে তরিতরকারিসহ নানা কৃষি পণ্য আড়তদারদের মাধ্যমে বিক্রয় করেন। পরে নদী পথে বিভিন্ন স্থানে পাঠানো হয়। নৌকায় মালামাল বহনে অনেক কম খরচ হয় বলে বিশেষ করে কাঁচামাল বেশির ভাগই চলে যায় নৌপথে।

তবে বেশ কয়েক বছর ধরে তাহেরপুর হাটে নৌকায় পরিবহন কমে গেছে। বর্তমানে বিভিন্নভাবে বারনই নদী দখল করে বসতি নির্মাণ, ফসল উৎপাদন, ময়লা-আবর্জনার ভাগাড়সহ নানা কাজে নদী সংকোচন করে ফেলায় অল্প সময়েই পলি জেগে নৌযান চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও তাহেরপুর পৌরসভার প্রশাসক মাহবুবুল ইসলাম জানান, তাহেরপুরে অতিসত্বর একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। নদীর পাড়ে ময়লা-আবর্জনা কেউ যাতে না ফেলে সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয়:

নদী
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত