লালপুর–বাগাতিপাড়ার যুব সমাজকে পরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে বিপথগামী করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা পুতুল।
শনিবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার ফায়াদদিয়াড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে দয়ারামপুর মিশ্রীপাড়া জিয়াউর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফারজানা পুতুল বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশ তরুণদের জন্য, কর্মক্ষম তরুণদের বাংলাদেশ। কিন্তু লালপুর ও বাগাতিপাড়ায় পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় এখানকার যুবক-যুবতীদের অত্যন্ত পরিকল্পিতভাবে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছে। যারা এই মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত, তাদের আমি চিনি।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। ইনশাল্লাহ, লালপুর–বাগাতিপাড়াকে মাদকমুক্ত করেই ছাড়বো।”
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ডিউক, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু।
এছাড়াও উপস্থিত ছিলেন দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধানের শীষের সমর্থক ভোটাররা।
জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

