গাজীপুরের শ্রীপুরে দিনে দুপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জয়নাল আবেদীনের প্রায় কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (আওয়ালের মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জয়নাল আবেদীন একজন অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট সেনা কর্মকর্তা। তিনি এ ঘটনায় আব্দুর রশিদের ছেলে শামীম আহমেদসহ অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা তার ক্রয়কৃত জমিতে জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখল নেওয়া হয়। বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযুক্ত শামীম আহমেদ জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জমিটি তার মালিকানাধীন এবং তিনি বৈধভাবেই দখল নিয়েছেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমি দখলের সত্যতা পেয়েছে। তিনি বলেন, বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

