নওগাঁ সরকারি কলেজ

ছাত্রীদের ওড়না ছাড়া সেজে আসতে বললেন অধ্যক্ষ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৭
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৩৩

নওগাঁ সরকারি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের অশ্লীল বার্তা পাঠানোসহ নানা অভিযোগ দীর্ঘদিনের। তার আপত্তিকর কর্মকাণ্ডে অতিষ্ঠ শিক্ষার্থীরা রোববার অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন। তারা কলেজ গেটে অশ্লীল মেসেজের স্ক্রিনশটগুলো প্রিন্ট করে টাঙিয়ে প্রদর্শন করেন এবং অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন করেন। কলেজ চত্বরে শিক্ষার্থী ও জুলাইযোদ্ধা সংসদ, আহত ও শহীদদের পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে।

জানা গেছে, কলেজের ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর মেসেজ পাঠানোসহ অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। সম্প্রতি এ সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ছাত্রীদের ওড়না ছাড়া বিভিন্ন সাজে দেখার আবদার করেন তিনি। বিষয়টি যাচাইসাপেক্ষ অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এতে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ ও অশ্লীল মেসেজ পাঠানোয় ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরাও।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেনÑনওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধি আরমান হোসেন, শিক্ষার্থী সাদনান সাকিব, শহীদ ফাহমিনের মা কাজী লুলুন মাখমিম (শিল্পী), কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন ও শিক্ষার্থীর বাবা গোলাম রসুল প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক। যিনি ফেসবুক মেসেঞ্জারে নারী শিক্ষার্থীদের সঙ্গে আপত্তিকর কথোপকথনসহ এবং ওড়না ছাড়া ছবি দেওয়ার কথা বলেন। এসব বিষয় কাউকে জানানো হলে কৌশলে তাদের হুমকিও দেওয়া হয়। সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথন ছড়িয়ে পড়ে।

এছাড়া কোনো শিক্ষার্থী প্রতিবাদ করলে কলেজ প্রশাসন দিয়ে মারধর করা হয়। কলেজে ভর্তিসহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ অধ্যক্ষের শাস্তির দাবি জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। কলেজে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত