আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই

বিকেলের আগেই বগুড়ায় তারেক রহমানের জনসভাস্থল স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই মাঠে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় তার আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের পর থেকেই মাঠে আসতে শুরু করেন নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। শহরের স্টেশন রোড, কবি নজরুল ইসলাম সড়ক, নবাববাড়ি সড়ক, সার্কিট হাউজ রোড ও শেরপুর রোডসহ বিভিন্ন সড়কে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

বিজ্ঞাপন

রিকশাচালক আমিনুল দুপুরের পরই মাঠে এসেছেন। গাবতলীর মোমিন এসেছেন তার সন্তানসহ। লায়লা নামের এক নারী কর্মী দলকে ভালোবেসে সোবতলা থেকে এসেছেন তারেক রহমানের বক্তব্য শুনতে। কাহালুর এক প্রান্তিক কৃষক ধানের শীষের আদলে পোশাক বানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

আজকের এই নির্বাচনি সভায় তারেক রহমান নিজের আসনসহ মোট ৭টি আসনের মানুষের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বগুড়ার উন্নয়নের দাবি পূরণেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা।

এদিকে দুপুর থেকেই এই মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিকেল ৫টা থেকে জনসভার কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া এসেছিলেন। বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে তার পৈত্রিক নিবাস এবং নাড়ির টান থাকায় বগুড়ার মানুষের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। দলীয় একটি সূত্র জানায়, অন্যান্য কর্মসূচি শেষ করে তিনি এখন বগুড়ার পথেই রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন