আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূজামণ্ডপে পুলিশের ওপর হামলায় মামলা, স্বেচ্ছাসেবক দল নেতাও আসামি

উপজেলা প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
পূজামণ্ডপে পুলিশের ওপর হামলায় মামলা, স্বেচ্ছাসেবক দল নেতাও আসামি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক এ মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ভবানী মন্দির এলাকায় পূজামণ্ডপে উচ্চস্বরে ডিজে গান বাজানো বন্ধ করতে গেলে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এক পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্য সাগর আহমেদের ওপর হামলা হয়।

ঘটনার সময় এএসআই মো. ওমর ফারুক ছাড়াও দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্য, আনসার-ভিডিপি সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে সার্কেল অফিসার ও থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় গত মঙ্গলবার মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন লাবলু, হাফিজুর রহমান, ইসাহাক আলী, জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, টাইগার হোসেন, আব্দুল মান্নান, আরিফ, রেকাত হোসেনসহ মোট ১৮ জন।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাইফুল ইসলাম বাবলুর বক্তব্য পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, আমরা পূজা নিয়ে ব্যস্ত আছি। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিছুটা সময় লাগবে, তবে বিষয়টি নিয়ে কাজ চলছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, মামলা হয়েছে, বিষয়টি আমরা অবগত আছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন