বগুড়ার শাজাহানপুরে রাতের নিস্তব্ধতা ভেঙে র্যাবের হাতে ধরা পড়েছে অভিনব কৌশলে মাদক পরিবহনকারী তিনজন— যার মধ্যে রয়েছেন দুই নারী ও একজন পুরুষ। অভিযানে উদ্ধার হয়েছে ৬ কেজি গাঁজা, ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ অর্থ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা গেটসংলগ্ন এলাকায় এ অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার আবুল কাশেম (৪৫), দিনাজপুরের হাকিমপুরের আয়েশা সিদ্দিকা (২০) এবং আছমা খাতুন (৪৫)। তারা একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে গাঁজা পরিবহন করছিল বলে র্যাবের ধারণা।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ কেজি গাঁজা, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন, চারটি সিমকার্ড এবং নগদ ২ হাজার ৩৮০ টাকা।
র্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের সাথে জড়িত ছিল। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং রুট পরিবর্তন করে তারা মাদক পাচারের কাজ পরিচালনা করত।
বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার লে. এম আবুল হাসান সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

