ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২০: ১৯

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় রাসেল মাহমুদ (৩৮) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাসেল মাহমুদ উপজেলার ধেরুয়াহাটি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মথুরাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন কর্মিসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম ২৬ জানুয়ারি থানায় মামলা করেন।

ওই মামলায় যুবলীগ ও বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত