আ.লীগ নেতার আমবাগান থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৩: ১৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগ নেতার আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর মৌজার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদরুল ইসলামের আমবাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com