ঝিনাইদহ কালীগঞ্জে জামায়াতে ইসলামের আয়োজনে প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালীগঞ্জ উপজেলার তেঘরীহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
উপজেলার কোলা ইউনিয়নের আমির মোক্তার হোসেনের নেতৃত্বে ৪ জন চিকিৎসক নারী ও শিশুরোগ, চর্মরোগ, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের চাপ পরীক্ষাসহ একাধিক চিকিৎসা দেয়া হয়। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় সাড়ে ৪০০ জনের ও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, মাস্টার সৌরভ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

