আ. লীগ নেতার জুয়ার আসরে বিএনপি কর্মীসহ আটক ৯

স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২০: ১৩

পাবনার আতাইকুলায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপির এক কর্মীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের আরএফএলের শোরুম থেকে এই জুয়াড়ুদের আটক করা হয়।

বিজ্ঞাপন

‎আটকরা হলো—সাদুল্লাপুর ইউনিয়নের চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও বিএনপিকর্মী আব্দুর রউফ (৪৫), খাজা হোসেন (৪০), সাইফুল ইসলাম (৩৯), জনি (৪০), লালন হোসেন (৩৮), হাশেম আলী (৪০), জলিল মুন্সী (৪২), আমিরুল ইসলাম (৪০) ও আব্দুল মজিদ (৪২)।

‎এদের মধ্যে আব্দুর রউফ পাবনা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা কামরুল হাসান মিন্টুর সঙ্গে বিএনপির রাজনীতি করতেন।

‎আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ৯ জনকে শুক্রবার দুপুরে মামলার মাধ্যমে পাবনা কোর্টে পাঠিয়ে দিয়েছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত