নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইসরাফিল (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তি উপজেলার কালাইবাড়ী রাঙ্গাপুকুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
জানা গেছে, গত সোমবার রাতে ১৬ বিজিবির অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বটতলী রাঙ্গাপুকুর নামক স্থানে অভিযান চালায়।
এ সময় ১ হাজার ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইসরাফিলকে আটক করা হয়। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটক ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

