অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জ বিএনপি

তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০: ০৯

পদ-পদবি নিয়ে গ্রুপিং, নিজেদের মধ্যে অনৈক্য, বিভেদ ও কোন্দলে জড়িয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি। শৃঙ্খলা না থাকায় কয়েকটি পক্ষ সক্রিয় রয়েছে এবং তাতে নেতৃত্ব দিচ্ছেন একাধিক নেতা। জেলা বিএনপিতে ঐক্য সৃষ্টির কেন্দ্রীয় কমিটির প্রচেষ্টাও ব্যর্থ। সর্বশেষ শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিভক্ত হয়ে পড়েন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম।

স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান নেতৃত্বের প্রতি আনুগত্য আর সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ নেই চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে। আর তাই ক্রমশই বাড়ছে দ্বন্দ্ব। জেলা সদরে ত্রিধারায় বিভক্ত বিএনপির রাজনীতি।

বিজ্ঞাপন

দলীয় সূত্র বলছে, জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ তিন নেতার মতামত না নিয়েই দেওয়া হয় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। ২০২১ সালের ডিসেম্বরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়াকে আহ্বায়ক ও বিএনপি নেতা রফিকুল ইসলামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পান অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু।

পরের বছর ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করা হয়। তাতে বাদ পড়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সদর আসনের সাবেক এমপি হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের অনুসারীরা।

ফলে প্রভাবশালী নেতারা এ কমিটিকে সহযোগিতা না করে বাধা সৃষ্টি করায় চার বছরেও ইউনিট কমিটিগুলো গঠন সম্ভব হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পাঁচটি উপজেলা, চার পৌরসভা ও ৪৫টি ইউনিয়ন রয়েছে। সাংগঠনিক এসব ইউনিটগুলোর অবস্থা খুবই নাজুক।

বিএনপির একাধিক নেতা জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দলের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। জেলা-উপজেলা বিএনপির সাবেক নেতা, জেলা কৃষক দলের আহ্বায়ক, জেলা যুবদলের আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ সাবেক ছাত্রনেতাদের অনেকেই তার বলয়ের।

এদিকে নেতৃত্ব পাওয়ার পর উপজেলা, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করে আলাদা বলয় তৈরি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম। তাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে হারুনবিরোধী একটি বলয়। এ দুই বলয়ের বাইরে আরেকটি বলয় দলের ভেতরে নানাভাবে সক্রিয় আছে বলে জানান বিএনপির নেতারা। জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব আলাদা আলাদা বলয়ের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামকে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে নিজস্ব বলয় তৈরির চেষ্টা করছেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থী হতে চান।

অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে সমন্বয় করে রাজনীতি করছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। সদস্য সচিবের স্বাক্ষর ছাড়া শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

শিবগঞ্জ বিএনপির একাধিক নেতা জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। শাহজাহান মিঞার ক্লিন ইমেজ থাকায় এবং আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দেওয়ায় দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটির বেশির ভাগ নেতা এখন তার বলয়ে। তারা দলকে সুসংগঠিত করার চেষ্টা করছেন এবং দলের হাই কমান্ডের নির্দেশনা অনুয়ায়ী মাঠে কাজ করছেন।

সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বেশ কয়েকজন নেতা শাহীন শওকতের পেছনেও আছেন।

জানা গেছে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচনি রোডম্যাপসহ বিভিন্ন দাবিতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হককে বক্তব্য দিতে না দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে আশরাফুল হকের কর্মী-সমর্থকদের সঙ্গে শাহীন শওকতের অনুসারীদের কথা কাটাকাটি হয়, একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

দলীয় সূত্র বলছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম এক টেবিলে বসেন না। দুজনেরই আলাদা বলয় রয়েছে। দলীয় কর্মসূচিও পালন করছেন আলাদা ভাবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর আলাদা গ্রুপ নেই। এই বিএনপি নেতা কখনো আহ্বায়কের সঙ্গে, আবার কখনো সদস্য সচিবের সঙ্গে। গত চার বছরেও এ কমিটির তিন নেতাই ঐক্যবদ্ধ হতে পারেননি।

সূত্র বলছে, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিভক্ত হয়ে পড়েন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম। সদস্য সচিবের স্বাক্ষর ছাড়াই শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক। স্থানীয়ভাবে দলে চলমান অসন্তোষের বড় কারণ এটি।

চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি সব মহলে আলোচিত। ফলে ক্রমশই দুর্বল হচ্ছে দলটি। দুটি পৌরসভা ও তিনটি উপজেলা কমিটির কপি হাতে এসেছে, যেখানে সদস্য সচিবের স্বাক্ষর নেই। এসব কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।

এমন পরিস্থিতিতে গত ২৪ জুন একইভাবে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার স্বাক্ষর ছাড়াই জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু স্বাক্ষরিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, নাচোল উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। এসব কমিটি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের মৌখিক নির্দেশনায় গঠন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রের নির্দেশ ছিল তিনজনের যৌথ স্বাক্ষরে ইউনিট কমিটিগুলো গঠন করার, কিন্তু সে নির্দেশনা অমান্য করে আহ্বায়ক গোলাম জাকারিয়া আমার স্বাক্ষর ছাড়াই পাঁচটি ইউনিট কমিটির অনুমোদন দেন। দলে গ্রুপিং ও বিশৃঙ্খলা সৃষ্টির বড় কারণ এটি। পরে বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানিয়ে ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে কয়েকটি ইউনিট কমিটি করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, আমার স্বাক্ষর ছাড়া কমিটির কোনো ভিত্তি নেই। ঢাকায় মিটিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন আহ্বায়কের স্বাক্ষর ছাড়া কোনো কমিটি হয় না। তারপরও জেলা বিএনপির সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের নাম ব্যবহার করে তারা কয়েকটি ইউনিট কমিটি করেছেন। এসব কমিটি বৈধ বলার সুযোগ নেই।

অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রশ্নে এই বিএনপি নেতা বলেন আগামী নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করতে চলমান দ্বন্দ্ব নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে; এবং সমাধানও সম্ভব। কিন্তু সাবেক এমপি হারুনুর রশীদের সঙ্গে কম্প্রোমাইজ কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া সম্ভব নয়। এটা আমাদের এখতিয়ারের বাইরে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, বিএনপি একটি বড় দল হিসেবে প্রতিযোগিতা আছে। তবে কিছু সংকটও আছে, যা নির্বাচনের আগেই মিটে যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত