ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১৫

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরী (১৫) ও এক শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাসপাড়া এলাকায় এবং সকাল ৯টার দিকে পাবনা-পাকশী মহাসড়কের বাঁশেরবাদায় দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু লাল হোসেন সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে। নিহত কিশোরীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পাবনা-পাকশী মহাসড়কে একটি অটোবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই অজ্ঞাত কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, সকাল ১১টার দিকে ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু লাল হোসেন। এ সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুকে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত