রাস্তা থেকে অপহরণ করে হানিট্র্যাপ ও মুক্তিপণ দাবি, আটক ২

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫৬
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৩

বগুড়ায় আদালত থেকে ফেরার পথে চারজনকে অপহরণ করে হানিট্র্যাপ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। অপহৃত চারজনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নারুলী গণকবর এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের দু’জনকে আটক করে পুলিশ ও ডিবি। তারা হলেন- সারিয়াকান্দি উপজেলার বাশগাড়ী এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) এবং বগুড়া সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে উকিল উদ্দিন (৩৮)। বুলবুলের বিরুদ্ধে পূর্বের চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান জানান, পুলিশ ও ডিবির যৌথ অভিযানে অপহৃত চারজনকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন- কুদ্দুস প্রামানিক, আজম, কাওসার এবং আব্দুর রশিদ।

আদালত থেকে বাড়ি ফেরার পথে চারজনকে অপহরণ করা হয়েছিল। তাদেরকে পণবন্দি করে দু’লাখ টাকা মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা। তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে দুই অভিযুক্ত গ্রেপ্তার এবং অপহৃত চারজনকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলার নান্দিনার চর এলাকার কুদ্দুস প্রামানিকের ছেলে খোরশেদ আলম মামলাটি করেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত