চাঁপাইনবাবগঞ্জে টিউবওয়েলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসিরুদ্দিন বাসু (৫০) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলিনগর ভূতপুকুর প্রান্তিক পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বাসু একই এলাকার মৃত আখতার মন্সির ছেলে।
পুলিশ নিহতের স্বজনরা জানান, টিউবওয়েলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসিরুদ্দিন বাসুর সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দুই পক্ষের লোকজন একসাথে সরকারি একটি টিউবওয়েলে পানি নিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষরা গাছের ডাল দিয়ে বাসুর মাথায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা জাসপাতালের কর্তব্যরত চিকিসক আব্দুর রহমান বলেন,হাসপাতালে আসার আগেই নাসিরুদ্দিন বাসুর মৃত্যু হয়। মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পুলিশ অভিযান শুরু করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

