পাবনার ফরিদপুরে বড়াল নদীতে তন্নী খাতুন (১১) ও চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭) পানিতে ডুবে মারা গেছে।
শুক্রবার দুপুরে পৌর শহরের থানা পাড়া মহল্লায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) হাসনাত জামান আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড় টার দিকে বাড়ির সামনের বড়াল নদীর ঘাটে বসে ছিল শিশু তন্নী ও জুবায়ের। হঠাৎ করে জুবায়ের নদীর পানিতে পড়ে যায়। এসময় তন্নী ভাই জুবায়েরের হাত ধরতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পরিবারের নিকট খবর দিলে তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পরে নদী থেকে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ওসি হাসনাত জামান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

