চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নদীতে মাছ ধরার সময় ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। রোববার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত এলাকার একটি খালে মাছ ধরার তাদের ধরে নিয়ে যায় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান।
বিএসএফের হাতে অপহৃত ব্যক্তিরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল ইসলামের ছেলে মুকুল, মোশারফের ছেলে আলিস, ইসাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু।
স্বজনরা জানান, বাড়ির পাশেই সীমান্ত এলাকার একটি খালে মাছ ধরতে যায় তারা। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করছি।
এ বিষয়ে জানাতে নওগাঁ-১৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

