উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি উদ্ভট বক্তব্য দেওয়ায় সেই বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিম যে বক্তব্য দিয়েছেন,তা বিএনপির নীতি আর্দশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।
তাই ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সঙ্গে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের এক পর্যায়ে তিনি দলের মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে বলেন ‘অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার পায়ে।’ পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে গত রোববার দৈনিক আমার দেশ এর অনলাইনে সংবাদ প্রকাশ হলে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এঘটনায় তার শাস্তির দাবি করে রাতে চাটমোহর উপজেলায় বিক্ষোভ করে দল থেকে তাকে বহিষ্কারের দাবি করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, রেজাউল করিম ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত করে যে বক্তব্য দিয়েছেন তা কোনো ভাবেই মেনে নেওয়ার মতো না। তাই দলীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি উদ্ভট বক্তব্য দেওয়ায় সেই বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিম যে বক্তব্য দিয়েছেন,তা বিএনপির নীতি আর্দশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।
তাই ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সঙ্গে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের এক পর্যায়ে তিনি দলের মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে বলেন ‘অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার পায়ে।’ পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে গত রোববার দৈনিক আমার দেশ এর অনলাইনে সংবাদ প্রকাশ হলে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এঘটনায় তার শাস্তির দাবি করে রাতে চাটমোহর উপজেলায় বিক্ষোভ করে দল থেকে তাকে বহিষ্কারের দাবি করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, রেজাউল করিম ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত করে যে বক্তব্য দিয়েছেন তা কোনো ভাবেই মেনে নেওয়ার মতো না। তাই দলীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৩ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৫ ঘণ্টা আগে