মাদক বিক্রিতে নিষেধ করায় মা-মেয়েকে গুলি

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৬: ৩১

ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রি করতে নিষেধ করায় বাড়িতে এসে হামলা করার অভিযোগ করা হয়েছে। এসময় হামলাকারীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন মা ও মেয়ে। রোববার রাতে শহরের পূর্ব নূর মহল্লা বস্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আলেয়া খাতুন (৪০) ও তার মা বুলবুলি বেগম (৬৫)। আহত হয়েছেন আরও দুজন। গুলিবিদ্ধ বুলবুলি বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ আলেয়া খাতুন জাতীয়তাবাদী মহিলা দলের ঈশ্বরদী পৌর শাখার সহ সভাপতি।

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর গুলিবিদ্ধের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ আলেয়া খাতুন বলেন, ঈদের আগে থেকে এলাকার আধিপত্য বিস্তার, মাদক বিক্রি করতে নিষেধ করা নিয়ে স্থানীয় আসাদুল হোসেন ও হেলাল উদ্দিনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ ঘটনা নিয়ে রোববার রাতে দুটি মোটর সাইকেলে আসাদুল, হেলালসহ ৫ জন তাদের বাড়িতে এসে সন্ত্রাসী হামলা করে। এসময় তাদের লক্ষ্য করে গুলি করলে মাসহ তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের সূত্র ধরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ বুলবুলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসাদুল, হেলালসহ ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত