আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম।

এ লক্ষে বিএনপি থেকে নির্বাচিত দুই বারের সাবেক এমপি কেএম আনোরুল ইসলাম রোববার বিকেল সাড়ে চারটার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর দপ্তর থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

এ সময় চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান নজির সরকার, ভাঙ্গুরা উপজেলার পার ভাঙ্গুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, ফরিদপুর উপজেলা বিএনপির নেতা সাবেক ওয়ারেন্ট অফিসার মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাবনা তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় মনোনয়ন দেয়ায় ইতোপূর্বে কেএম আনোয়ারুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন