বজ্রাঘাতে এক কৃষি শ্রমিক নিহত, আহত ৪

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৪: ১৬

নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রাঘাতে স্বাধীন হোসেন (২৬) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন কৃষি শ্রমিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম রহমান সোনার। তার বাড়ি পশ্চিম পাটিচরা গ্রামে।

ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা স্বাধীনকে মৃত ঘোষণা করেন। স্বাধীন জমি চাষ করার মেশিন পাওয়ার টিলারের চালক হিসেবে নিয়োজিত ছিলেন।

আহত অপর ৪ জন হলেন, বাবুলাল মুর্মু, ফুলমনি, প্রণয় ও উইলিয়ামসন। তারা সবাই পশ্চিম পাটিচরা এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মাঠে কৃষি শ্রমিকরা কাজ করার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গভীর নলকূপের ঘরে (ডিপ

টিউবওয়েল) আশ্রয় নেন। এ সময় বজ্রাঘাতের কবলে পড়েন তারা।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাধীন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন কৃষি শ্রমিক আহত হন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত