ঈশ্বরদীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দখলদারিত্ব বাতিলের দাবি

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৬: ৫৩

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের 'অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারিত্ব' বাতিলের দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের প্রধান সড়কে বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অবৈধ নিয়োগ দিয়েছেন এবং ব্যাংকের গ্রাহকদের স্বাভাবিক সেবা বাধাগ্রস্ত করছে। এ সময় তারা ইসলামী ব্যাংক থেকে এস আলম কর্তৃক নিয়োগপ্রাপ্তদের অপসারণসহ চার দফা দাবি তুলে ধরেন।

ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈশ্বরদী সভাপতি জামিলুর রহমান সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ অটো রাইচ মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, এফবিএল ফুডস এন্ড ইস্পাইসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পারভেজ আহমেদ বিশ্বাস, এস টি হার্ডওয়্যারের প্রোপ্রাইটর আমানুল্লাহ তুহিন, ঈশ্বরদী ক্রিকেট একাডেমির পরিচালক মারুফ হোসেন, ব্যাংকের গ্রাহক মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আতাউর রহমান সাঈফী ও হাফেজ মাওলানা আলিফ হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও দখলদারিত্ব বন্ধ করতে হলে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলামী ব্যাংককে জনসাধারণের ব্যাংক হিসেবে টিকিয়ে রাখতে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলম গ্রুপের প্রভাব খর্ব করার দাবি জানান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত