পাবনার চাটমোহরে বালতির পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ইয়ানুর (২) উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার বেলা ১২টার দিকে খেলতে খেলতে বাড়িতে রাখা বালতির মধ্যে পড়ে যায় শিশুটি । অনেক খোঁজাখুঁজির পর বালতির পানির মধ্যে ইয়ানুরকে পাওয়া যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমারগড়ার ইউপি সদস্য আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

