আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিখোঁজের একদিন পর হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
নিখোঁজের একদিন পর হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর ইমান আলী প্রামাণিক (৫৭) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা সুগার মিলস সংলগ্ন একটি ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত ইমান আলী প্রামাণিক দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামাণিকের ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বাবা প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে মোটরচালিত অটোভ্যান নিয়ে ভাড়া টানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার মোবাইলে বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।

সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান, তাদের বাড়ির পাশের পাবনা সুগার মিলসের পাশে একটি ঝোঁপে মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে ইকবাল হোসেন মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করে মরদেহ ঝোঁপে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “ঘটনাটি খুন বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা রাতে ইমান আলীর অটোভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ঝোঁপে ফেলে রাখে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন