বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত ৯টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও তার অন্যতম সহযোগী স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।
সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী জান্নাত আক্তার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত বলে জানা যায়। স্ত্রী জান্নাত আক্তার তার স্বামীকে অপরাধমূলক কাজে সহযোগিতা করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানির তৈরি একটি ৯ মি.মি. পিস্তল আছে বলে স্বীকার করেন। পরে সাজ্জাদকে সঙ্গে নিয়ে আভিযানিক দল পিস্তল উদ্ধারে তার বাসায় গেলে সাজ্জাদের স্ত্রী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশে একটি নর্দমায় ফেলে দেন।
পরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে আভিযানিক দলের সার্চ অপারেশনে পিস্তলটি উদ্ধার করা হয়। এছাড়া ওই বাসায় কয়েকটি ধারালো দেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

