আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বেপরোয়া ট্রাকে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে বেপরোয়া ট্রাকে পিষ্ট হয়ে নারীর মৃত্যু
ছবি: আমার দেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় বেপরোয়া বালুবাহী ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় এমএম সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ঘাতক চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

জানা গেছে, জয়পুরহাট জেলা থেকে আসা বালুবাহী কয়েকটি ডাম্পট্রাক বেপরোয়া গতিতে উপজেলার আত্রাই নদীতে বালু নেওয়ার জন্য যাচ্ছিল। পথে আমাইতাড়া বাজারে একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চা-দোকানের ওপর দিয়ে এম এম ডিগ্রি কলেজের সীমানাপ্রাচীর ভেঙে কলেজ মাঠে ঢুকে পড়ে।

বিজ্ঞাপন

এ সময় রাস্তার পাশে ওই চায়ের দোকানে শুয়ে থাকা অজ্ঞাত একজন মানসিক ভারসাম্যহীন নারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে থানার পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ডাম্পট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...