
সাপাহারে শীতের পোশাক কিনতে ফুটপাতে মানুষ
উত্তরের হিমেল হাওয়া। কুয়াশার কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা। দিনের বেশির ভাগ সময় দেখা মিলছে না সূর্যের।

উত্তরের হিমেল হাওয়া। কুয়াশার কারণে বেড়ে গেছে শীতের তীব্রতা। দিনের বেশির ভাগ সময় দেখা মিলছে না সূর্যের।

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের কাছ থেকে ১৬ বিজিবি টহল দলের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করে।