গাঁজাসহ পেশাদার নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮: ৩৫

পঞ্চগড় পুলিশ ৪ কেজি গাঁজাসহ রোকসানা আকতার সাথী নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আটককৃত এই নারী মাদক ব্যবসায়ীর বাড়ি দিনাজপুর জেলার পুলহাট এলাকার কসবা এলাকায়। সোমবার সকালে পঞ্চগড় সদর থানা পুলিশ শহরের হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রোকসানা আকতার সাথী পেশাদার নারী মাদক

ব্যবসায়ী। অভিনব কায়দায় সে শরীরের বিভিন্ন জায়গায় রেখে মাদক বহন করে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করে আসছে। ১০ আগস্ট রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে সে পঞ্চগড়ে আসে।

বোরকা পরা এই নারী তার শরীরের বিভিন্ন অংশে প্রায় ৪ কেজি গাঁজা বহন করে। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি বিশেষ দল সকালে গাড়ি থেকে নামার সময় তাকে আটক করে থানায় আনে। পরে মহিলা পুলিশ তল্লাশি করে তার শরীর থেকে প্লাস্টিক ও স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

পুলিশ জানায়, এই নারী পেশাদার মাদক ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে সে মাদকসহ নেশা জাতীয় পণ্য বিক্রি এবং সরবরাহ করে থাকে। পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে হাজির করে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত