আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

আজ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ‘আজকে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে । ৭১-এ কিছু হয়নি, আমরা কিছুই করিনি, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখিনি। ২৪-এ যারা করেছে তারাই সব করেছে। এমন একটা ধারণা দেয়া হচ্ছে। এদের প্রতিহত করতে হবে ।’

বিজ্ঞাপন

সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ৭১-কে আমি ভুলতে পারবো ? ৭১ না হলে নতুন বাংলাদেশ হতো না। তেমনি ২৪-কে আমরা ভুলতে পারবো না। আজকে তোমাদের জন্মই হয়েছে এই দেশে। আমি তোমাদের পায়ে পড়ছি, এ কথাটা কখনও ভুলবা না। ৭১-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, লক্ষ মানুষকে বাড়িছাড়া হতে হয়েছে। ওই ৭১-এ আমাদের অগণিত মা বোনকে পাশবিক নির্যাতন করে অত্যাচার করা হয়েছে। এসব আমরা ভুলতে পারি না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেয়ার, নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। এটা হলে আমাদের সর্বনাশ হবে, দেশের সর্বনাশ হবে। আর কোনো কালক্ষেপণ না করে নির্বাচন একদিনের জন্যও পেছাবেন না দয়া করে।

মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভেবেছেন। আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছেন। মুক্তিযোদ্ধা ভাইয়েরা আজ ভাতা পাচ্ছেন কার জন্য? আমরা মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করেছি, আগামীতে আরো দেবো।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন