শীতে কাঁপছে সৈয়দপুর

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১১: ২৯

ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে কাঁপছে নীলফামারীর সৈয়দপুরে জনজীবনে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

বিজ্ঞাপন

অপরদিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাস্তায় লোকজনের চলাচল একবারেই কম দেখা গেছে। এমনকি ভরদুপুরেও সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। নিতান্ত প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষেরই কেবল দেখা মিলছে পথে-ঘাটে।

রিকশাচালক মিস্টার (৫৭) জানান, ঠান্ডাত আর সইতে পারছি না। পেটের জ্বালা মিটাতে বাধ্য হয়ে ঘরের বাইরে বের হয়েছি।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে আগামীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সকাল ৬টায় নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) মাত্র ২০০ মিটার। বেলা ১২ টার আগে আকাশ পরিষ্কার হচ্ছে না।

তিনি বলেন, তাপমাত্রা উঠানামা করছে। ঘন কুয়াশায় ছেয়ে আছে। এতে করে বিমানের শিডিউল বিপর্যয় ঘটছে। বেলা ১টার পর আকাশ খানিকটা উজ্জ্বল হলে বিমান চলাচল শুরু হতে পারে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ওয়াসিমুল বারী জয় জানান, শীতজনিত রোগে বর্হিবিভাগে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি শিশু ও বৃদ্ধ রোগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত