আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়
পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ডাহুক ব্রিজ নামক এলাকায় পাথরবোঝাই ট্রাক একটি ইজিবাইককে পঞ্চগড়ে যাবার সময় ওভারটেকিং করতে গেলে সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং পুলিশ জানায়, পাথরবোঝাই পঞ্চগড়মুখী ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৬৪১৩৩) ইজিবাইককে ওভারটেক (ক্রসিং) করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে হাফিজুল (৩২) নামে এক

ইজিবাইক যাত্রী নিহত হন। তিনি তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আশরাফুলের ছেলে।

এ ঘটনায় আহত ইজিবাইক চালক জালাল (৪৮) একই গ্রামের মৃত সামারের ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয়রা উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে

নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন