পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯: ১০

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ডাহুক ব্রিজ নামক এলাকায় পাথরবোঝাই ট্রাক একটি ইজিবাইককে পঞ্চগড়ে যাবার সময় ওভারটেকিং করতে গেলে সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং পুলিশ জানায়, পাথরবোঝাই পঞ্চগড়মুখী ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৬৪১৩৩) ইজিবাইককে ওভারটেক (ক্রসিং) করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে হাফিজুল (৩২) নামে এক

ইজিবাইক যাত্রী নিহত হন। তিনি তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আশরাফুলের ছেলে।

এ ঘটনায় আহত ইজিবাইক চালক জালাল (৪৮) একই গ্রামের মৃত সামারের ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয়রা উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে

নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত