পঞ্চগড়ে ৪ বিচারকের অপসারণের দাবিতে জজ কোর্ট ঘেরাও

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭: ১৯

চার বিচারকের অপসারণের দাবিতে জেলা জজ কোর্ট ঘেরাও এবং মহাসড়ক অবরোধ করেছেন পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার দুপুরে চাকরি নিয়োগে অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং ফ্যাসিস্ট আওয়ামী প্রীতির অভিযোগ এনে এ কর্মসূটি পালন করা হয়।

বিজ্ঞাপন

এসময় জজ কোর্ট ও চিফ জুডিশিয়াল কোর্টের সকল ফটকে তালা দিয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক শিক্ষার্থীরা অবরোধ করেন। এসময় মহাসড়কে আটকে পড়ে শতশত যানবাহন। বেড়ে যায় জনসাধারণের দুর্ভোগ।

অভিযুক্ত ওই বিচারকরা হলেন- পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী।

এসময় আদালতে প্রাঙ্গণে বিচারপ্রার্থীসহ আইনজীবীরা আটকে পড়েন। এদিকে রাস্তা অবরোধ থাকার কারণে অ্যাম্বুলেন্স ব্যতীত সকল যানবাহন আটকে পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, আমরা ইতিপূর্বে তাদের আল্টিমেটাম দিয়েছি। নির্ধারিত সময় পার হলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাগ্রহণ করা হয়নি। ফ্যসিবাদি সরকারের সময় এই বিচারকরা মানুষের মানবাধিকার হরন করে আর্থিক সুবিধা নিয়ে একতরফা বিচারকার্য চালিয়েছে। চাকরি নিয়োগে জেলার মানুষের প্রাপ্যতা হরণ করেছে। বিচারকের আসনে থেকে এসব বিচারক সাধারণ মানুষের প্রতি অবিচার করেছে। যতক্ষণ পর্যন্ত জেলা জজসহ ওই চার বিচারকের অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত