ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ২৩ নারী-পুরুষকে বিএসএফের পুশইন

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৬: ২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে আরো ২৩ বাংলাভাষী নারী-পুরুষকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার ভোরে সীমান্তের তিনটি স্থান দিয়ে বিএসএফ জোরপূর্বক এদের বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দিলে বিজিবি তাদের আটক করে।

বিজ্ঞাপন

জানা গেছে, চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট, বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট ও কচাকাটা কেদার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এরা রোহিঙ্গা নাকি বাংলাদেশের বাসিন্দা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরমধ্যে বাবুরহাট সীমান্তদিয়ে ছয়জন পুরুষ দু’জন নারী, সোনাহাট সীমান্ত দিয়ে পাঁচজন পুরুষ তিনজন নারী এবং কচাকাটা কেদার সীমান্ত দিয়ে দু’জন পুরুষ পাঁচজন নারীকে ঠেলে দেয়।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে ঠেলে দেবার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত