আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে এবং সহায়তা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এসময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে তারা নিহত রইচ উদ্দিনের পরিবারের সাথেও দেখা করে সমবেদনা জানান এবং পুরো ঘটনার দ্রুত তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।

পরিদর্শনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার গভীর রাতে মহারাজপুর গুচ্ছগ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে ১১টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং রইচ উদ্দিন নামে এক বৃদ্ধ দগ্ধ হয়ে মারা যান। আগুন লাগার পর পরই স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন