আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির দুই নেতাকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির দুই নেতাকে জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট-১ আসনে (পাটগ্রাম-হাতীবান্ধা) দুই বিএনপি নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্তরা হলেন— ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি শামীম হোসেন ও সাজেদুল ইসলাম হাকিম। তারা বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের পক্ষে কাজ করছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন ও‌ কুচলিবাড়ি ইউনিয়নে অভিযান পরিচালনার সময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ জরিমানা করেন।

সূত্রে জানা যায়, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে জগতবেড় ইউনিয়নে বিএনপির প্রার্থীর পক্ষে কম্বল বিতরণ করায় শামিম হোসেনকে পাঁচ হাজার টাকা ও কুচলিবাড়ী ইউনিয়নে বিএনপি প্রার্থীর পক্ষে ফুটবল বিতরণ করায় সাজেদুল ইসলাম হাকিমকে ১০‌ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তারা এ জরিমানা অর্থ পরিশোধ করেন।

জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ ও ফুটবল বিতরণ করার দায়ে তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তারা পরবর্তীতে অর্থ পরিশোধ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন