আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টানা জামাতে নামাজ পড়ে উপহার পেল ২২ কিশোর

স্টাফ রিপোর্টার, রংপুর

টানা জামাতে নামাজ পড়ে উপহার পেল ২২ কিশোর

রংপুরের কাউনিয়ায় টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছে ২২ শিশু-কিশোর। এছাড়া বি, সি ও ডি ক্যাটাগরিতে আরও ৯৭ জনকে শিশু-কিশোরকে স্কুলব্যাগ, বল, ক্রিকেট ব্যাট ও মগ পুরস্কার দেয়া হয়।

শনিবার স্থানীয় লোকজন ও মুসল্লিদের উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী।

বিজ্ঞাপন

সমাজ পরিবর্তন ও ইসলামিক জীবন গড়ার লক্ষ্যে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে সালাত ক্যাম্পেইনের ঘোষণা দেয় আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কর্তৃপক্ষ। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৬০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেল জিতে নিয়েছে উপজেলার হারাগাছ পৌর এলাকার বিভিন্ন এলাকার ২২ শিশু-কিশোর। আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষের উদ্যোগে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদের খতিব মুহাম্মদ ইদরীস বিন শাহজামাল, সভাপতি নাকিব হোসেন, মাদরাসা মুহাম্মাদীয়ার সভাপতি মাহমুদার রহমান সোনা, সেক্রেটারি নাকিবুল আখতার বুলবুল, সমাজসেবক আশরাফুল আলম, তৌহিদুল ইসলাম নয়ন, দুলাল আহমেদ, সাবেক কাউন্সিলর রমজান আলী, সমাজসেবক শামীম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...