আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌথ অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

যৌথ অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

যৌথ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই গাংবের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক ও জিয়ারুলের ছেলে নবিজুল ইসলাম।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, রোববার গভীর রাতে টহলরত অবস্থায় নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানের মধ্যে কয়েকজন সন্দেহভাজন লোককে দেখা যায়। এসময় জিজ্ঞাসাবাদ শেষে ওই মাদক কারবারি পিতা-পুত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৪ হাজার টাকা ও ২টি বাটন মোবাইল জব্দ করা হয়। আটক করা হয় পিতা জিয়ারুল ও পুত্র নবিজুলকে। পরবর্তীতে আটককৃত মাদক কারবারি পিতা-পুত্র ও জব্দকৃত সামগ্রী পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে। এ মাদক কারবারিদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে।

যৌথ অভিযানটি কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের নিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, যৌথ অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...