সাবেক এমপি সুজনের সম্পদ ক্রোক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০৭

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জামাল হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী।

বিজ্ঞাপন

এর আগে গত ১১ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. ইমরান হোসেন আদালতে সম্পত্তি ক্রোকের আবেদন করেন। আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও সীমাহীন দুর্নীতির মাধ্যমে সুজন নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ঢাকার রাজউক পূর্বাচল প্রকল্পে একটি প্লট এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি বাংলো বাড়িসহ একাধিক স্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব অভিযোগের ভিত্তিতে দুদক আদালতে সম্পত্তি ক্রোকের আবেদন করে, যা বৃহস্পতিবার মঞ্জুর হয়।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দিনাজপুর জেলা কারাগারে থাকা সাবেক এই সংসদ সদস্য জামিনে মুক্তির পর সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করতে পারেন। তাই সম্পত্তি অবরুদ্ধ না করলে তা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, সাবেক এমপির মাজহারুল ইসলাম সুজনের সম্পত্তি ক্রোকের জন্য আমরা আবেদন করেছিলাম। আদালত তা অনুমোদন দিয়েছেন।

তিনি জানান, এর আগে একই আদালত মাজহারুল ইসলাম সুজনের পিতা ও সাবেক এমপি দবিরুল ইসলামের সম্পত্তি ও ব্যাংক হিসাবও ক্রোকের নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর মাজহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা ও বিএনপি নেতা শিল্পপতি হাবিবুল ইসলাম বাবলুর দায়ের করা চাঁদাবাজি মামলা সহ একাধিক মামলা হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর ঢাকা রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে র‌্যাব-১ এর একটি দল তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তার পিতা দবিরুল ইসলাম এ আসনে ৭ বার এমপি নির্বাচিত হোন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত