রংপুরে র্যাবের অভিযানে ৩৯৭ বোতল ফেনসিডিল ও সাড়ে ২৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার হয়েছে। ৩৯৭ বোতল ফেনসিডিলের মূল্য ১ কোটি ১৯ লাখ ১ হাজার টাকা। সাড়ে ২৫ কেজি গাঁজার মূল্য ১ কোটি ২০ হাজার টাকা। বৃহস্পতিবার বিকালে রংপুর র্যাব ১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, দিনাজপুরে কোতয়ালী থানার ১০নং কমলপুর ইউপির দাইনুর দক্ষিণপাড়া বোচাপুকুর গ্রামের জনৈক তোজাম্মেল হক মাস্টারের গভীর নলকূপঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৯৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন দিনাজপুরের দাইনুর দক্ষিণপাড়া (বোচাপুকুর) এলাকার হবিবর রহমানের ছেলে মোজাহার আলী (৪২) ও ৯নং আস্করপুর ইউপির জামালপুর সারকুড়ী এলাকার মাজেদুর রহমানের ছেলে শাজাহান আলী (৩৫)।
এদিকে বৃহস্পতিবার লালমনিরহাটের কালিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩নং তুষভান্ডার ইউপির ৮নং তালুকবানী নগরের সালেমা অটো রাইস মিলের সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে সাড়ে ২৫ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার নয়াপাড়ার তৌহিদুল ইসলামের পুত্র সজিব ইসলাম (২৭) ও জমিলাপুরের মৃত সায়েদ আলীর পুত্র আশরাফুল ইসলাম (২৫)। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

