দিনাজপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৮

দিনাজপুরে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব দিনাজপুরের একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার আস্কারপুর ইউনিয়নে খানপুর গ্রামে অভিযান পরিচালনা করে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাবের অভিযানে ওই গ্রামের জাবেদ আলীর ছেলে মাহবুবুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতঘরে একটি অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং লোড করা ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় মাহবুবর রহমান পালিয়ে যায়। উদ্ধার করা অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত